মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ী উপত্যকা আর সবুজ অরণ্যানী ঘেরা দৃষ্টিনন্দন বিদ্যাপীঠ হযরত শাহজালাল (রহ.) কলেজ । বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে কলেজটি পেরিয়ে এসেছে প্রায় ৩৪টি বছর। কলেজটি আজ স্বমহিমায় প্রতিষ্ঠিত। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি অত্র কলেজেরে প্রতিষ্ঠাতা আলহাজ্ব জনাব এ.কে.এম ইয়াকুব আলী সাহেবকে এবং কৃতজ্ঞতা জানাই অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের যাদের ঐকান্তিক সহযোগিতায় কলেজটি আজ এ পর্যন্ত এগিয়ে এসেছে। আরো কৃতজ্ঞতা জানাই অত্র কলেজকে বর্তমানের এ পর্যায়ে নিয়ে আসতে যেসকল শিক্ষক-কর্মচারী অশেষ ত্যাগ স্বীকার করেছেন তাঁদের প্রতি। বর্তমানে কলেজে সুদক্ষ গভর্নিং বডি রয়েছে। আশাকরি গভর্নিং বডির সম্মানিত সভাপতি মহোদয় এবং সম্মানিত সদস্যদের সঠিক নির্দেশনায় কলেজটি আরো সামনের দিকে এগিয়ে যাবে।
বর্তমানে কলেজটিতে এইচএসসিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এবং ডিগ্রিতে বি.এ ও বি.এস.এস(পাস) কোর্স চালু রয়েছে। কলেজটিতে ডিজিটাল শিক্ষার প্রসারের কথা চিন্তা করেই এই ডায়নামিক ওয়েব সাইটটি চালুর মূল উদ্দেশ্য। যেখানে প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্য পাওয়া যাবে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষানুরাগী গুণিজনেরা যাতে অত্র প্রতিষ্ঠানের সকল তথ্য সহজে এবং সবার আগে পেতে পারেন সেজন্যই আমাদের এ প্রচেষ্টা।
এ কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ-পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।